প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 January 2026, 12:52 ইং
"হয় ভারত সফর, নয়তো পয়েন্ট হারানো: বিসিবিকে কড়া আল্টিমেটাম আইসিসির"

নিজস্ব প্রতিবেদক :
আগামী মাসেই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসতে যাচ্ছে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ভেন্যু নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে তৈরি হয়েছে চরম অচলাবস্থা। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার রেশ ধরে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা। তবে ভারতে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর আপত্তির মুখে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তের কথা জানালেও এর কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিসিবি।
এই ঘটনার পর ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বিসিবি। গত রোববার এক চিঠিতে আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে (শ্রীলঙ্কায়) সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় তারা। এর প্রেক্ষিতে মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
ইএসপিএনক্রিকইনফো সূত্রে জানা গেছে, আইসিসি বিসিবির এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকিতে (Writ of forfeiture) পড়বে তারা। যদিও বিসিবি দাবি করেছে, তাদের এমন কোনো ‘আল্টিমেটাম’ দেওয়া হয়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে 'সি' গ্রুপে। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে:
- ৭ ফেব্রুয়ারি: বনাম ওয়েস্ট ইন্ডিজ
- ৯ ফেব্রুয়ারি: বনাম ইতালি
- ১৪ ফেব্রুয়ারি: বনাম ইংল্যান্ড
- ১৭ ফেব্রুয়ারি: বনাম নেপাল (মুম্বাই)
মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনে রাজনৈতিক চাপ কাজ করেছে কি না, তা নিয়ে বিতর্ক চলছে। গভর্নিং কাউন্সিলের অগোচরে সচিবের একক সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ বিসিসিআইয়ের অভ্যন্তরেও প্রশ্ন তুলছে। তবে এখন পর্যন্ত বিসিসিআই বা বিসিবি কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
টুর্নামেন্ট শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি। এই পরিস্থিতিতে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের মাটিতে পা রাখবে কি না, নাকি আইসিসি ভেন্যু পুনর্বিবেচনা করবে—তা নিয়ে ক্রিকেট বিশ্বে জল্পনা তুঙ্গে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ